সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়াল মোদী সরকার।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় কর্মচারীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হল
জানা গিয়েছে, জুলাই থেকে বর্ধিত ডিএ হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা
সপ্তম পে কমিশন অনুযায়ী, বড়সড় ঘোষণা করার কথাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় কর্মচারীরাও সেদিকেই তাকিয়ে ছিলেন।
পুজোর মরশুমে ডিএ বাড়ানোর খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সকল কেন্দ্রীয় কর্মচারীরা
লোকসভা ভোটের আগে মোদী সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সূত্রে জানা গিয়েছে, বছর ঘুরলেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে কিছুটা হলেও বেড়ে গেল রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক।