গেমের নেশায় বেহুঁশ, টানা ৪৫ দিন PUBG খেলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২০ বছরের যুবক
এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ফের একবার আলোচনার কেন্দ্রে PUBG. সূত্রের খবর, টানা ৪৫ দিন ধরে গেমটি খেলতে খেলতে ঘাড়ে ব্যথায় সংজ্ঞা হারান তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
তেলেঙ্গানার জগিতিয়ালের বাসিন্দা ওই যুবক টানা ৪৫ দিন PUBG খেলছিলেন বলে জানা গিয়েছ। গেম খেলতে খেলতে ঘাড়ে অসম্ভব যন্ত্রণা শুরু হলে তাঁকে হায়রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিত্সা শুরু হলেও যন্ত্রণা সহ্য করতে না-পারায় মৃত্যু হয় ওই যুবকের।
PUBG নেশার একাধিক ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। লাগাতার গেমটি খেলতে খেলতে কখনো শারীরিক, কখনো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন যুবকরা।
অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণ করেছে PUBG কর্তৃপক্ষ। দিনে ৬ ঘণ্টার বেশি এই গেম আর খেলা যাবে না বলে জানিয়েছে তারা। তাতেও দেখা দিয়েছে সমস্যা। অনেক প্লেয়ারই বলছেন, অনেক সময় ৩০ মিনিট গেম খেললেই লাগু হয়ে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা।