আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ : ভারতের সূচি
# ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালে জুন মাস পর্যন্ত ৯টি দল নিয়ে হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই দুই বছরের সময়সীমার মধ্যে প্রতিটি দল বাকি আটটি দলের মধ্যে ছটি দলের বিরুদ্ধে ছটি করে টেস্ট সিরিজ খেলবে প্রতিটি দল।
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই ছটি সিরিজে নূন্যতম ২টি এবং সর্বোচ্চ পাঁচটি টেস্ট খেলবে প্রতিটি দল। সর্বোচ্চ ৭২০ পয়েন্টের জন্য খেলবে প্রতিটি দল।
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাঁচ টেস্টের সিরিজে প্রতি ম্যাচে জিতলে ২৪ পয়েন্ট পাবে দল। ড্র হলে ৮ পয়েন্ট করে ভাগাভাগি হবে।
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: চার টেস্টের সিরিজ হলে ম্যাচ পিছু জয়ী দল পাবে ৩০ পয়েন্ট। ড্র হলে ১০ পয়েন্ট করে পাবে দুটি দল।
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিন টেস্টের সিরিজে ম্যাচ জিতলে সেই দল পাবে ৪০ পয়েন্ট। আর ড্র হলে ১৩.৩ পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে দুটি দল।
# আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: দুটি টেস্টের সিরিজ হলে একটি টেস্ট জিতলেই ৬০ পয়েন্ট পাবে দল। আর ড্র করলে জুটবে ২০ পয়েন্ট করে।
# ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর: ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের পরেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে ভারত। দুই টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে টিম ইন্ডিয়া।
# দক্ষিণ আফ্রিকার ভারত সফর : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ খেলে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
# বাংলাদেশের ভারত সফর : ২০১৯ সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলে শেষ করবে।
# ভারতের নিউ জিল্যান্ড সফর : আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২০ সাল বেশ চ্যালেঞ্জের ভারতের জন্য। এই বছরে সব সিরিজ বিদেশের মাটিতে। প্রথমেই কিউইদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের পর লম্বা বিশ্রাম ভারতের।
# ভারতের অস্ট্রেলিয়া সফর : পরের বছরই আবার অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। ১৮ মাস পরেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ডাউন আন্ডার টিম ইন্ডিয়ার। ডিসেম্বর-জানুয়ারিতে চার টেস্টের সিরিজ খেলবে ভারত।
# ইংল্যান্ডের ভারত সফর : ২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ড আসবে ভারতে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শেষ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।