Hottest July: সারা বিশ্বে নজির, উষ্ণতম জুলাইয়ের রেকর্ড ভাঙল ২০২৩!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরমে বিশ্ব রেকর্ড করল ২০২৩-এর জুলাই মাস। এখনও পর্যন্ত কখনও জুলাই মাসে পৃথিবীর উষ্ণতা এত বৃদ্ধি পায়নি। এত গরম পড়েনি!
এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের জলবায়ু পরিষেবা প্রদানকারী কোপারনিকাস। কোপারনিকাস জানিয়েছে, ২০২৩-এর জুলাই আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
২০২৩-এর জুলাই-ই এখনও পর্যন্ত পৃথিবীর বুকে উষ্ণতম জুলাই। এর আগে এই রেকর্ড ছিল ২০১৯-এর জুলাইয়ের দখলে।
কিন্তু এবার ২০১৯-এর জুলাইয়ের থেকেও ০.৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জুলাই মাসের গড় তাপামাত্রার থেকে ০.৭২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল এবার জুলাইতে।