Hottest July: সারা বিশ্বে নজির, উষ্ণতম জুলাইয়ের রেকর্ড ভাঙল ২০২৩!

Wed, 09 Aug 2023-1:05 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরমে বিশ্ব রেকর্ড করল ২০২৩-এর জুলাই মাস। এখনও পর্যন্ত কখনও জুলাই মাসে পৃথিবীর উষ্ণতা এত বৃদ্ধি পায়নি। এত গরম পড়েনি! 

এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের জলবায়ু পরিষেবা প্রদানকারী কোপারনিকাস। কোপারনিকাস জানিয়েছে, ২০২৩-এর জুলাই আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 

২০২৩-এর জুলাই-ই এখনও পর্যন্ত পৃথিবীর বুকে উষ্ণতম জুলাই। এর আগে এই রেকর্ড ছিল ২০১৯-এর জুলাইয়ের দখলে। 

কিন্তু এবার ২০১৯-এর জুলাইয়ের থেকেও ০.৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। 

১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জুলাই মাসের গড় তাপামাত্রার থেকে ০.৭২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল এবার জুলাইতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link