সময়ের খেল, রাশিয়ায় অটলের পিছনে দাঁড়িয়ে থাকা মোদীই আজ নেতৃত্বে, নস্টালজিক নমো
নিজস্ব প্রতিবেদন: ২০০১ সাল থেকে ২০১৯। ব্যবধান ১৮ বছর। আর ১৮ বছরেই বদলে গিয়েছে দেশের রাজনীতির চালচিত্র। পিছনের সারিতে থাকা এক গুজরাটিই এখন দেশের প্রধানমন্ত্রী। ২০০১ সালের একটি ছবি অন্তত তেমনই বলছে।
বিংশতম রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নিলেন দু'দেশের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় সম্মান দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুজনের বন্ধুত্বও চর্চার বিষয় আন্তর্জাতিক আঙিনায়।
রাশিয়া-ভারত বৈঠকেই নস্টালজিক হয়ে পড়লেন নরেন্দ্র মোদী। আর সে কথা টুইট করে জানালেন নিজেই।
সালটা ২০০১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। আর দেশের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। অটলের প্রতিনিধি দলে ছিলেন মোদী। সেই ছবিটিই টুইট করেছেন নমো।
মোদী টুইট করেছেন,''২০০১ ও ২০১৯ সালের মুহূর্ত ও স্মৃতি। ২০তম রাশিয়া-ভারত সম্মেলনে অংশ নিতে গিয়ে আমি চলে গিয়েছিলাম ২০০১ সালের নভেম্বরে। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তখন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতিনিধি দলে থাকার সৌভাগ্য হয়েছিল।''