মায়ের অসাবধানতায় ২২ দিনের শিশু গিলল সেফটিপিন!
২২ দিনের শিশু গিলে ফেলল সেফটিপিন!
বৃহস্পতিবার সকালে ছেলের নাক পরিষ্কার করছিলেন মা।
মায়ের হাতে ছিল সেফটিপিন। সেই সেফটিপিনটি মায়ের হাত ফসকে পড়ে শিশুটির মুখে পড়ে যায়।
সেফটিপিনটি গিলে ফেলে শিশুটি। ছবিতে শিশুটির পেটে সেফটিপিন দেখা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার গোবরাপতা এলাকায়।
কৃষ্ণনগর জিলা হাসপাতালে শিশুটির চিকিত্সা চলছে।