`এয়ারটেলের টাওয়ার বসালে ২৫ লাখ টাকা ও চাকরি!` পুরোটাই ধাপ্পাবাজি, চক্রে জড়িয়ে প্রভাবশালীরাও

Tue, 06 Oct 2020-11:22 am,

নিজস্ব প্রতিবেদন : টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। মোট ১৩ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিস।

সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ঝাঁ চকচকে সেক্টর ফাইভে ইসিপিএস থানার পাশেই রীতিমতো অফিস খুলে চলছিল এই প্রতারণার ব্যবসা। 

অভিযোগ, এয়ারটেলের টাওয়ার বসানোর নাম করে বিভিন্ন লোককে ফোন করত অভিযুক্তরা। টাওয়ার বসালে ২৫ লক্ষ টাকা ও চাকরির অফার দেওয়া হত। 

যে বা যাঁরাই এই ফাঁদে পা দিয়ে প্রস্তাবে রাজি হয়ে হত, তারপরই শুরু হত আসল খেল! বিভিন্ন কাজের প্রসেসিং ফি-এর নাম করে ও অন্যান্য পদ্ধতিতে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা। 

ইতিমধ্যেই এভাবে লক্ষাধিক টাকা প্রতারণা করেছে অভিযুক্তরা। তদন্তে নেমে লক্ষাধিক প্রতারকের নাম পেয়েছে পুলিস। অভিযোগ, বিভিন্ন নামী ইনসিওরেন্স কোম্পানির নাম করেও প্রতারণা করা হত। 

ভুয়ো এই কোম্পানিতে মোট ১২০ জন কাজ করত। এর পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও পুলিসের হাতে এসেছে।

তদন্তে নেমে পুলিস ওই ভুয়ো অফিস থেকে ৭০টি মোবাইল ফোন, ৩০টি ল্যান্ডফোন, ৩টি ল্যাপটপ,  ২টি কম্পিউটার, ৫০টির মত সিল প্যাক করা অবস্থায় সিমকার্ড ও নগদ দেড়লক্ষ টাকা উদ্ধার করেছে। এমনকি একটি স্ক্রিপ্টও উদ্ধার হয়েছে, যা দেখে প্রতারণা করা হত৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link