`আপনার পরিবারের কেউ মরেনি`, রাহুল-ঘনিষ্ঠ পিত্রোদাকে খোঁচা ২৬/১১-র গুলিবিদ্ধ তরুণীর

Fri, 22 Mar 2019-7:42 pm,

রাহুল গান্ধীর ঘনিষ্ঠ শ্যাম পিত্রোদার মন্তব্যে চটে গিয়েছে গোটা দেশ। এবার ক্ষোভ উগরে দিলেন ২৬/১১ মুম্বই হামলার প্রত্যক্ষদর্শী দেবিকা রোতাবন। তাঁর পায়েও গুলি লেগেছিল সেদিন। আজমল কাসভকে চিনিয়ে দিয়েছিলেন এই তরুণী।  

 

১০ বছর বয়সে পায়ে গুলি লেগেছিল দেবিকার। শ্যাম পিত্রোদার বক্তব্যের পর গর্জে উঠেছেন তিনি। দেবিকার কথায়,''সন্ত্রাসবাদীদের আখড়া পাকিস্তান। কীভাবে আপনি পাকিস্তানকে সমর্থন দিতে পারেন? আপনার পরিবারের কেউ মারা যাননি। সে কারণে এসব বলতে পারছেন। আমার মনে হয় উনি পাকিস্তানের সমর্থক। পাকিস্তান আমাদের পিছন থেকে ছুরি মেরেছে''। 

এদিন শ্যাম পিত্রোদা মন্তব্য করেন, পুলওয়াম হামলার ব্যাপারে বিস্তারিত জানি না। এরকমটা হয়েই থাকে। মুম্বইয়ে তাজ হোটেল ও ওবেরয় হোটেলেও হামলা হয়েছিল। তখন কোনও প্রতিক্রিয়া দিই নি। আপনাদের বিমানও পাঠাইনি। এটা সঠিক নয় বলেই মনে করি। আটজন লোক এলেন আর একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়লেন, এটা অনুচিত। এমনকি এয়ার স্ট্রাইকে কত জন মারা গিয়েছে, তার প্রমাণও চান পিত্রোদা। 

 

ভোটের পিত্রোদার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পরই নরেন্দ্র মোদী টুইট করেন, সেনাকে বারবার অপমান করছে বিরোধীরা। ওদের বুঝিয়ে দিন, ১৩০ কোটি ভারতীয় ক্ষমা করবে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link