খাস কলকাতায় ১ কোটির রয়্যাল বেঙ্গলের চামড়ার সওদা, ধরা পড়ল ৩

Thu, 23 Jan 2020-11:27 pm,

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতা থেকে উদ্ধার রয়্যাল বেঙ্গলের চামড়া। হাতেনাতে পাকড়াও ৩ পাচারকারী। আনন্দপুরের হোটেল থেকে গ্রেফতার করা হয় দুজনকে। পরে গড়িয়াহাট থেকে ধরা পড়ে আর একজন। 

৫০ বছরের পুরোনো বাঘের চামড়াটির আনুমানিক বাজার দর এক কোটি টাকা। চামড়া কোথায় পাচার করা হচ্ছিল,তা এখনও স্পষ্ট হয় বন দফতরের আধিকারিকদের কাছে।

গোপনসূত্রে খবরটা পায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। কলকাতাতেই সওদা হচ্ছে বাঘছালের। নজর ছিল আনন্দপুরে ভিআইপি প্যালেস হোটেলে। দুপুরে যৌথ হানা দেয় WCCB-র অফিসার ও ক্রাইম কন্ট্রোল সেলের অফিসাররা। 

বমাল ধরা পড়ে তারক হালদার ও ইব্রাহিম মণ্ডল। জেরায় দুজনে জানায় একডালিয়া রোডের অনিন্দ্য মুখার্জির কাছ থেকে চামড়াটি কিনেছে তাঁরা। ধৃত তিন পাচারকারীকে শুক্রবার আদালতে তোলা হবে। 

 

বাঘের চামড়াটি বহু পুরনো। ইতিমধ্যেই চামড়ার তলার দিকে ম্যাটও করা হয়ে গেছে। কিন্তু, এতদিন ধরে চামড়াটি কোথায় মজুত করা ছিল? ভাবাচ্ছে বন দফতরের কর্তাদের। একইসঙ্গে অত্যন্ত দামী এই বাঘছাল কোথায় বিক্রির ছক ছিল তাও স্পষ্ট নয়। ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরোর দাবি, তদন্তের পরই গোটা ছক সামনে আসবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link