গত পাঁচ বছরে ভাঙল ৩টি, উড়ালপুল আতঙ্কে শহরবাসী

Wed, 05 Sep 2018-10:48 pm,

উল্টোডাঙা, পোস্তার পর এবার মাঝেরহাট। গত পাঁচ বছরে তিন তিনবার ফ্লাইওভার ভাঙার সাক্ষী মহানগরী। প্রতিটি দুর্ঘটনার পরই  ফ্লাইওভার আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষকে।

জনসংখ্যা বাড়ছে। বাড়ছে গাড়ির সংখ্যাও। কল্লোলিনী কলকাতার পথ বড় সীমিত। তাই সময়ের দাবি মেনেই শহর জুড়ে তৈরি হয়েছে ফ্লাইওভার। 

একের পর এক ব্রিজ শহরের গতি যেমন বাড়িয়েছে, তেমনই সুন্দরও করেছে সিটি অফ জয়কে। অথচ বারবার সেই সৌন্দর্যেই ধাক্কা লাগছে। ফ্লাইওভারের  আতঙ্ক গ্রাস করছে বারবার।

শেষ পাঁচ বছরে এ নিয়ে তিনবার ফ্লাইওভার বিপর্যয়। প্রতিবারই আতঙ্ক জাপটে ধরছে শহরবাসীকে।

উল্টোডাঙায় ভেঙে পড়ে সদ্য তৈরি হওয়া ফ্লাইওভার

 মাত্র দুবছর বয়সের ফ্লাইওভার ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ভোরবেলা বলে প্রাণ বাঁচে অনেক মানুষের। একটি লরি নিচে পড়ে যায়। তবে কারোর মৃত্যু হয়নি।

পোস্তায় ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল

গোটা বাংলার অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে দেখা হয় পোস্তার বিবেকানন্দ উড়ালপুর ভেঙে পড়ার ঘটনা। ২০১৬-র একত্রিশে মার্চ। সিসিটিভি-র এই ফুটেজ দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। 

নির্মীয়মাণ ফ্লাইওভার দিনের ব্যস্ত সময়ে ভেঙে পড়ে। সরকারি হিসেবে মৃত্যু হয় ২৭ জনের। কিন্তু ভয়াবহতা ও আতঙ্ক গ্রাস করে গোটা শহরকেই। যার রেশ সহজে ভোলার নয়।

ভেঙে পড়ল মাঝেরহাট ফ্লাইওভার

ফের আবারও এক ফ্লাইওভার দুর্ঘটনা। আবারও মৃত্যুর ছবি, আবারও শিউরে ওঠা দৃশ্য। কেন? কীভাবে, এসব প্রশ্নের উত্তর খোঁজা ও তার ময়নাতদন্ত চলবে। আর একইসঙ্গে চলবে আতঙ্কের ফ্লাইওভার যাত্রাও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link