ভারতীয় ক্রিকেটে অনেক অবদান, তবু রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পাননি তাঁরা
এবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রোহিত শর্মার নাম মনোনয়ন করেছে বিসিসিআই।
দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন সচিন, ধোনি, কোহলিও।
কিন্তু ভারতীয় ক্রিকেটে অনেক অবদান সত্ত্বেও রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পাননি এমন ভারতীয় ক্রিকেটারও রয়েছেন। যাঁদের মধ্যে সবার আগে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পাওয়া উচিত্ ছিল আর এক প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়েরও।
সেই সঙ্গে ২৮২ টি ওয়ান ডে উইকেট, ৩০০ টা টেস্ট উইকেট পাওয়া দেশের অন্যতম সেরা পেসার খেলরত্ন সম্মান পাওয়ার যোগ্য ছিলেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।