জালে ৩ কেজির রূপোলি শস্য, দাম ১২ হাজার!

Tue, 24 Jul 2018-4:29 pm,

মরশুমের শুরুটা ভালো ছিল না মোটেও। জালে ইলিশ উঠলেও তাঁর মাপ ও সংখ্যা দেখে মত্স্যজীবীদের মন খারাপ হওয়াটা ছিল স্বাভাবিক। ফলে ইলিশ প্রিয় বাঙালির সাধ থাকলেও, সাধ্যে কুলায়নি...তেমনভাবে স্বাদ নেওয়া হয়নি ইলিশের।

তবে কয়েক দিন কাটতেই বদলে যায় আমূল পরিস্থিতি। আর মঙ্গলবার উলুবেড়িয়ার গঙ্গায় যে ইলিশ জালে উঠল, তা দেখে চক্ষু চড়কগাছ সকলের।

উলুবেড়িয়ার গঙ্গায় জাল ফেলে ধরা পড়েছে 'রাঘব ইলিশ'। ওজন - ৩ কেজি।

এত বড় ইলিশ সচরাচর জালে ধরা দেয় না বলেই মত মত্স্যজীবীদের। মঙ্গলবার জালে যে ইলিশ উঠল, তা দেখে অবাক সকলে।

জালে উঠেছে ৩ কেজির ইলিশ! খবর চাউর হতেই মঙ্গলবার সকালে ভিড় জমে যায় উলুবেড়িয়ার ১১ ফটক বাজারে।

ইলিশ খেতে ভালোবাসেন না এমন বাঙালি দুর্লভ! সে যতই দাম উঠুক না কেন। কিন্তু জানেন কি, বাজারে এই ৩ কেজির ইলিশের দাম কত উঠল?

ডায়মন্ডহারবারে পাইকারি বাজারে ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি নিলাম হয়েছে ৪০০-৬০০ টাকায়। ৮০০ গ্রাম থেকে ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশে ঘোরাঘুরি করেছে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে।

কিন্তু, মঙ্গলবার উলুবেড়িয়ার গঙ্গায় যে ইলিশ ধরা পড়ল, তার দাম উঠেছে- ১২ হাজার টাকা!

ইলিশ দেখতে ক্রেতাদের মধ্যেও উত্সাহ ছিল চোখে পড়ার মতো। দেখা গেল, কেউ দর দাম করছেন কিনবেন বলে! কেউ আবার শুধু চোখেই চেখে নিচ্ছেন।

এই মরশুমে ভালো ইলিশ যদি এখনও আপনার পাতে না পড়ে থাকে, তাহলে দুঃখ করবেন না। কারণ কথায় বলে- গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যায়, আর আপনি তো চাক্ষুস করলেন...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link