বিশাখাপত্তনমে মাইলস্টোনের সামনে তিন ভারতীয় ক্রিকেটার

Sukhendu Sarkar Tue, 23 Oct 2018-10:07 am,

#  বুধবার বিশাখাপত্তনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।

 

# গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বিরাট বাহিনী।

 

# একদিনের ক্রিকেটে ৫০০০ রানের হাতছানি শিখর ধাওয়ানের সামনে। প্রথম ম্যাচে ৪ রানে আউট হলেও বুধবার ভাইজ্যাগে ১৭৩ রান করতে পারলেই ১৩ তম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে ৫০০০ রানের ক্লাবে ঢুকে পড়বেন গব্বর।

 

# একদিনের ক্রিকেটে দশ হাজার রানের সামনে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরেই লর্ডসে চতুর্থ ভারতীয় এবং বিশ্বের ১২ নম্বর ক্রিকেটার হিসেবে দশ হাজার রান পূর্ণ করেন মহেন্দ্র সিং ধোনি। ৩২৮ ম্যাচে মাহির রান ১০,১২৩। কিন্তু এর মধ্যে ২০০৭ সালে অ্যাফ্রো-এশিয়া কাপের ৩টি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলে ১৭৪ রান করেন ধোনি। বুধবার ৫১ রান করতে পারলেই ভারতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করবেন এমএসডি।

# একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০৪ ইনিংসে কোহলির সংগ্রহ ৯৯১৯ রান। বুধবার বিশাখাপত্তনমে ৮১ রান করলেই একদিনের ক্রিকেটে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন ভিকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link