Geeta | Ram Mandir: ৩ বছরেই মুখস্থ গীতা! রামলালার প্রাণপ্রতিষ্ঠায় বাড়িতেই অনর্গল আউড়ে চলে শ্লোক...
বিধান সরকার: ইচ্ছা ছিল অযোধ্যায় গিয়ে গীতা পাঠ করার। কিন্তু খুব ঠান্ডা পড়ায় অযোধ্যায় যাওয়া হয়নি ছোট্ট ভ্রাজিষ্ণুর। তাই বাড়িতেই চলল গীতা পাঠ। ব্যান্ডেলের কাপাসডাঙা শিবতলা এলাকার বাসিন্দা দিলীপ ও কাকলি ভট্টাচার্যের ৩ বছরের পুত্র ভ্রাজিষ্ণু।
এই বয়সেই তার গীতার বহু শ্লোক মুখস্থ। আজ যখন অযোধ্যা নগরীতে রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা হচ্ছে, ঠিক তখনই নিজের বাড়িতে বসে ভ্রাজিষ্ণু অনর্গল পাঠ করে চলেছে গীতার শ্লোক। এই বয়সে যখন অনেক শিশু ঠিক করে কথা বলতে পারে না, তখন ভ্রাজিষ্ণু গীতা পাঠ করছে অনর্গল।
মা-বাবা পুজো পাঠ করেন। সেই সময় পাশে বসে গীতা পাঠ শোনে সে। শুনে শুনে মুখস্থ করে ফেলেছে গীতার শ্লোক।
ভ্রাজিষ্ণুর মা কাকলি ভট্টাচার্য বলেন, ভ্রাজিষ্ণুর আইকিউ লেভেল ১৫০-এর উপরে। যার ফলে সে যা শোনে তাই মুখস্থ করে ফেলে।
আজ রামমন্দির উদ্বোধনে অযোধ্যা যাওয়ার কথা ছিল। তবে আবহাওয়া পরিবর্তনের ফলে ছেলেকে নিয়ে যেতে পারিনি। তাই বাড়িতেই গীতা পাঠ করছে।
ইতিমধ্যেই ভ্রাজিষ্ণু ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করিয়েছে মনে রাখার ক্ষমতার কারণে।
আগামীদিনে গীতা পাঠ করেও রেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে একরত্তি ভ্রাজিষ্ণুর।