করোনা ছড়াচ্ছে আগুনের মতো! সারা বিশ্বে আসল চিন্তার কারণ এখন `সাবান`

Sat, 17 Oct 2020-5:34 pm,

সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে ভাল করে। তা হলেই ঠেকানে যাবে করোনার সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সারা বিশ্বের চিকিত্সকার সেই কথাই বারবার বলছেন। তবে এখন সেই সাবান হয়ে উঠেছে সারা বিশ্বে আসল চিন্তার কারণ।

সারা বিশ্বে আগুনের মতা ছড়াচ্ছে করোনাভাইরাস। মাস্ক ব্যবহার ও ঘন ঘন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে পারলে সংক্রমণ ঠেকানো যেতে পারে বলে জানানো হচ্ছে। কিন্তু সমীক্ষা বলছে, সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষের সাবান ব্যবহারের সামর্থই নেই। 

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ মনিটারিং রিপোর্ট বলছে, সারা বিশ্বে এখনও ৩০০ কোটি মানুষের কাছে সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়ার মতে ব্যবস্থাই নেই। 

সেই রিপোর্ট জানাচ্ছে, বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের কাছে পরিষ্কার জল ও সাবানের জোগান প্রয়োজনমতো নেই। ইউনিসেফ-এর ভারতীয় প্রতিনিধি ডা. যসমিন আলি জানিয়েছেন, হাত ধোয়া এখন আর ব্যক্তিগত পছন্দ নয়। এটা এথন সামাজিক প্রয়োজনীয়তা। কিন্তু বিশ্বের বহু মানুষের পরিষ্কার জল ও সাবান ব্যবহার করার সুযোগই নেই। তা হলে কী করে করোনা সংক্রমণ ঠেকানো যাবে! 

সেই রিপোর্ট আরও জানিয়েছে, ভারতেই স্রেফ ৬০ শতাংশ মানুষের কাছে পরিষ্কার জল ও সাবানের জোগান রয়েছে। বাকি ৪০ শতাংশের নিয়মিত সাবান ব্যবহারের সামর্থই নেই। ২০১৯ সালের একটি রিপোর্ট জানিয়েছিল, খাওয়ার আগে গ্রামের ২৫ শতাংশ ও শহরাঞ্চলের ৫৯ শতাংশ পরিবারের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link