মুদি থেকে সাফাই কর্মী, চিহ্নিত করা হলো ৩০০-র বেশি `সুপার সংক্রমক`কে
প্রায় ৩৩৪ জনকে করোনাভাইরাসের সুপার-স্প্রেডার বলে চিহ্নিত করল আহমেদাবাদের প্রশাসন। চিহ্নিত করা ব্যক্তিদের এক একজনের থেকে অসংখ্য মানুষ করনা ভাইরাস সংক্রমিত হয়েছেন।
একজন ব্যক্তি থেকে বহু মানুষ সংক্রমিত হলে সেই ব্যক্তিকে সুপার-স্প্রেডার বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সবজি বিক্রেতা, মুদি ব্যবসায়ী, দুধের দোকানদার, পেট্রলপাম্প কর্মী বা সাফাইকর্মীরা করোনাভাইরাস সংক্রমিত হলে সুপার-স্প্রেডারে পরিণত হন।
জীবিকাগত কারণেই অসংখ্য মানুষের সংস্পর্শে আসতে হয় এই ব্যক্তিদের। ফলে এঁদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি অনেক গুণ বেশি।
বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমণ এর পরেও যেহেতু লক্ষণ দেখা দিতে বেশ কিছুটা সময় লাগে তাই নিজেদের অজান্তে আরও ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে তাদের সংক্রমিত করে সুপার-স্প্রেডাররা।
শনিবার পর্যন্ত গুজরাটে মোট ৭,৭৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত ৪৭২-এরও বেশি।