পৃথ্বির মতো শুরু করেও যারা হারিয়ে গেল...

Wed, 10 Oct 2018-4:08 pm,

হামিশ রদারফোর্ড: স্টিফেন ফ্লেমিং অবসর নেওয়ার পর মনে করা হচ্ছিল তাঁর ফাঁকা জায়গা পূরণ করবেন হামিশ রদারফোর্ড। শুরুটাও তেমনই হয়েছিল তাঁর। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রানের ইনিংস খেলার পর আর কেবল ১৫টি টেস্ট খেলার সুযোগই পেয়েছেন এই কিউই ক্রিকেটার।

কির্ক এডওয়ার্ড: ২০১১ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান। এরপর কেবল তিন বছরই জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে পেরেছেন তিনি। খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ।

ফওয়াদ আলম: পাকিস্তানের এই ক্রিকেটার ২০০৯ সালে অভিষেক টেস্টেই শতরান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের পর তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। তবে তা শুধুমাত্র স্বপ্নই থেকে গিয়েছে।

প্রবীন আমরে:  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান। সেটাও ছয় নম্বরে ব্যাট করতে এসে। এই প্রাক্তন ক্রিকেটারেরও কোচ ছিলেন রামানন্দ আচরেকর।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link