Army Truck Accident: জম্মু-কাশ্মীরের বান্দিপুরে সেনা-ট্রাক পড়ল খাদে! মৃত ৪ জওয়ান...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের বান্দিপুরে ভয়াবহ দুর্ঘটনা। খাদে পড়ে গেল সেনার গাড়ি।
দুর্ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু, আহত তিন। দুর্ঘটনা ঘটে বান্দিপোরা-শ্রীনগর রোডে।
জানা গিয়েছে, কুট পায়েন এলাকার কাছে একটি বাঁক নেওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। ফলে ট্রাকটি সোজা গিয়ে পড়ে খাদে।
দুর্ঘটনার পর সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
দুর্ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও পুলিস সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ঘটনা প্রথম নয়, এর আগে এই অঞ্চলে সেনাবাহিনীর বহু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।