ধোনির অবসরের পর কে হবেন উত্তরাধিকারী? লড়াই চার ক্রিকেটারের
মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের এক শৃঙ্গের নাম মাহি। একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি বিশ্বকাপ (৫০ ওভার), একটি চ্যাম্পিয়ন্স ট্রফি যার ক্যাবিনেটে রয়েছে তাঁকে নির্দিষ্ট শব্দবন্ধনীতে ব্যাখ্যা করা একেবারেই সহজ কাজ নয়।
ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ – ভারতীয় ক্রিকেটে ধোনির জুড়ি মেলা ভার। ব্যাটিংয়ে দশ হাজারের ওপরে রান, উইকেটের পিছনে তিন শতাধিক উইকেট শিকার – সাঙ্গাকার, গিলক্রিস্টদের সমান সারিতেই তিনি অধিষ্ঠিত। এহেন এই মহান ক্রিকেটার নিঃশব্দে ছেড়েছেন অধিনায়কত্ব। এবার জল্পনা চলছে তাঁর ক্রিকেট অবসর নিয়েও।
ধোনির অবসরের পর কে হবেন ভারতীয় দলের নির্ভরযোগ্য উইকেট কিপার? ওয়াকিবহাল মহলে ঘুড়ছে চার ক্রিকেটারের নাম। কারা তাঁরা?
ঋষভ পন্থ
দীনেশ কার্তিক
ঈশান কিষণ
সঞ্জু স্যামসন