৪৭ বছর বয়সে হ্যাটট্রিক, দশ ওভারের লিগে সেরা চমক `প্রবীণ` ভারতীয়
৪৭ বছর বয়সে ক্রিকেট। তার উপর আবার অসাধারণ পারফরম্যান্স! ব্যাপারটা একটু অবিশ্বাস্য মনে হতেই পারে। কিন্তু বাস্তবে এমনই আজব কাণ্ড ঘটিয়েছেন প্রবীণ তাম্বে। এই বয়সে বল হাতে তিনি বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছিলেন।
দুবাইয়ে টি-১০ লিগে পাঁচ উইকেট নিলেন প্রবীণ। টি-২০ ক্রিকেটে প্রবীণই প্রথম এক ইনিংসে পাঁচ উইকেট তুলে রেকর্ড করে ফেললেন। পাঁচ উইকেটের রেকর্ডের মাঝে আবার হ্যাটট্রিক রয়েছে।
দুই ওভারে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন প্রবীণ। তিনটি ওয়াইড বল না করলে হয়তো আরও কম রান দিতে পারতেন। সিন্ধিসের হয়ে কেরল কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ৪৭ বছর বয়সী এই ভারতীয় স্পিনার।
এর আগে আইপিএলের রাজস্থানের হয়ে খেলেছেন প্রবীণ। তখন রাজস্থানের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়।
ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে তিন উইকেট তুলে নেন প্রবীণ। তার পর ১০৩ রানে গুটিয়ে যায় কেরালা কিংস। এদিন ভয়ঙ্কর ক্রিস গেইলের উইকেট নেন তাম্বে। ইয়ন মরগ্যান ও কায়রন পোলার্ডের গুরুত্বপূর্ণ উইকেটও নেন তিনি।
প্রথম ওভারের শুরুতেই পর পর দুটি ওয়াইড বল করেন তাম্বে। তার পরই একের পর এক অস্ত্র নিক্ষেপ করতে থাকেন তাম্বে।