সুশান্ত মৃত্যুর তদন্ত কেন CBI-এর হাতে দেওয়া উচিত, সুপ্রিম কোর্টের ৫টি বড় মন্তব্য
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে CBI। বুধবার এমনই রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত। কেন এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়া উচিত, সে প্রসঙ্গে এদিন বেশকিছু পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বলেছে,
সুশান্ত সিং রাজপুত একজন প্রতিভাবান অভিনেতা, প্রতিভা সম্পূর্ণভাবে বিকশিত হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
সুপ্রিম কোর্ট বলেছে,
সুশান্তের পরিবার তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করে রয়েছেন। তাই এই মামলা নিয়ে বিভিন্ন অনুমান বন্ধ করে, নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
সুপ্রিম কোর্ট বলেছে,
এই মামলার ন্যায়বিচার, সন্তানহারা সুশান্তের বাবার ন্যায় বিচার পাওয়ার মাপকাঠি।
সুপ্রিম কোর্ট বলেছে,
বিহার ও মহারাষ্ট্র, দুই রাজ্যই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপ ও ঘৃণার অভিযোগ তুলেছে, তাই এই দুইক্ষেত্র থেকে বের হয়ে এই মামলা স্বতন্ত্র কারোর হাতে যাওয়া উচিত। এই মামলার নিরপেক্ষ তদন্ত হলে যাঁরা নিরাপরাধ, তাঁরা অকারণ আক্রমণ থেকে মুক্তি পাবে।
সুপ্রিম কোর্ট বলেছে,
সত্য যখন রৌদ্রের সঙ্গে মিলে যাবে, ন্যায়বিচার শুধু জীবিতদের জন্যই নয়, মৃত্যর পরেও যেন মানুষ ন্যায়বিচার পায় সেটা দেখতে হবে, তাহলেই বিদায়ী ব্যক্তিরা শান্তিতে ঘুমতে পারবেন, সত্যমেব জয়তে।