`অজগর সাপ`-এর মত মাছ দেখে চাঞ্চল্য!
জলপাইগুড়ির শিলাবাড়ি ঘাটে সম্প্রতি খুব বোয়াল মাছ ধরা পড়ে। খবর পেতেই ভিড় জমে শিলাবাড়ি ঘটে।
বোয়াল মাছ ধরতে ছিপ ফেলেন ধূপগুড়ির বাসিন্দা দুই বন্ধু ভবেশ রায় ও বিনোদ রায়।
কিন্তু প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ছিপ টেনে তুলতেই চক্ষু চড়কগাছ। সবাই 'অজগর সাপ' ধরা পড়েছে বলে আতঙ্কে চিত্কার জুড়ে দেন।
পরে জানা যায়, এটি বামুশ মাছ। প্রায় ৫ ফুটেরও বেশি লম্বা মাছটি ওজনে ৬ কিলোগ্রাম।