পাথর হয়ে যেতে শুরু করেছে শিশুর দেহ, নিতে পারছে না ইনজেকশন-ভ্যাকসিন

Sun, 04 Jul 2021-2:30 pm,

নিজস্ব প্রতিবেদন: বিরল অসুখ, পাথর হয়ে গল পাঁচ মাসের শিশু। জানা গিয়েছে, জিনগত সমস্যা রয়েছে ওই শিশুর।  শিশুটি ব্রিটেনের বাসিন্দা। সে ক্রমশ পাথরে পরিণত হচ্ছে বলে জানিয়েছে মা-বাবা। 

৩১ জানুয়ারি জন্ম হয় Lexi Robins-র। আর পাঁচটা সাধারণ সদ্যোজাত-র মতই ছিল তার শরীরের গড়ন। স্বাস্থ্যও স্বাভাবিক ছিল। কিন্তু তার পায়ের বুড়ো আঙুল নাড়াতে পারছিল না। পাশাপাশি তার পায়ের সামনের আঙুলটি স্বাভাবিকের তুলনায় বড়। 

সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে  যান তাঁরা। জানা যায়, ওই সদ্যোজাত শিশু Fibrodysplasia Ossificans Progressiva (FOP)-তে আক্রান্ত। যাতে ২০ লক্ষের মধ্যে মাত্র একজন আক্রান্ত হন। 

এপ্রিল মাসেই X-ray করা হয়। জানা গিয়েছে, এই অসুখের কারণে হাড়ের গঠন শক্ত হয়ে স্থির হয়ে যায়। নড়াচড়া করতে পারে না। চিকিৎসা পদ্ধতিতে পেশি এবং টিস্যুর পরিবর্তন করতে হবে। লিগামেন্টের চিকিৎসার প্রয়োজন। 

এই রোগে শরীর পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়। এই অবস্থায় ইনজেকশন, ভ্যাকসিন নিতে পারছে না শিশুটি।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link