Uchitel Peak: মাউন্ট উচিটেল শৃঙ্গ জয় রাজ্যের ৫ পর্বতারোহীর
দেবব্রত ঘোষ: ফের পাহাড় চূড়োয় বাঙালি। কিরগিস্থানের মাউন্ট উচিটেল শৃঙ্গ জয় করলেন এ রাজ্যের ৫ পর্বতারোহী। প্রথম ভারতীয় হিসেবে তাঁরা নজির গড়েছেন, দাবি স্থানীয় গাইডদের।
উচ্চতা খুব বেশি নয়। মাত্র ৪৫৫০ মিটার। কিন্তু পথ অত্যন্ত দুর্গম।
কিরগিস্থানের মাউন্ট উচিটেল জয় করে ফেললেন ৫ বাঙালি পর্বতারোহী।
সেই দলে ছিলেন এভারেষ্টজয়ী দেবাশিষ বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়।
পর্বতারোহী দলের সদস্যরাই জানালেন, উচিটেল শব্দের মানে শিক্ষক। এই পর্বতকে টিচার পিক বা শিক্ষক পাহাড়ও বলে থাকেন অনেকেই।
মাউন্ট উচিটেল শৃঙ্গে আরোহণ করতে সময় লাগে প্রায় ৬ ঘণ্টা।
কিরগিস্থানে তখন ভোর। স্থানীয় সময় ৫টা নাগাদ অভিযান শুরু করেন মলয় মুখার্জি ,দেবাশীষ বিশ্বাস,সৌরভসিঞ্চন মন্ডল,অভিজিৎ রায় ও কিরণ পাত্র।
বেলা এগারোটা নাগাদ শৃঙ্গজয় করেন সকলেই। এরপর নেমেও আসেন নিরাপদে।