করোনা আপডেট: বিশ্বে মৃত্যু সাড়ে ৭ লক্ষ, ভারতে ছাড়ালো ৫০ হাজার

Mon, 17 Aug 2020-10:56 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় মৃত্যুর সংখ্য়া ৫০ হাজার ছাড়িয়ে ৫১ হাজারের দোরগোড়ায়। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৮১ জন। প্রাণ হারিয়েছেন ৯৪১ জন।

এপর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৩। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন। এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০।

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত এখন ৫ লক্ষ ৯৫ হাজার ৮৬৫ জন। সে রাজ্যে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ১৭ হাজার ১২৩ জন। সক্রিয় করোনা রোগী এখন ১ লক্ষ ৫৮ হাজার ৭০৫ জন।

দ্বিতীয় রাজ্য হিসেবে দেশের মধ্যে সবচেয়ে করোনা বিধ্বস্ত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩৮ হাজার ৫৫ জন। সে রাজ্যে করোনার বলি ৫ হাজার ৭৬৬। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭৮ হাজার ২৭০ জন। সেখানে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৪ হাজার ১৯ জন।

 

অন্ধ্র প্রদেশে মোট করোনা আক্রান্তর সংখ্য়া ২ লক্ষ ৮৯ হাজার ৮২৯। সক্রিয় চিকিৎসাধীন করোনা রোগী ৮৫ হাজার ৯৪৫ জন। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬৫০ জন। এপর্যন্ত সে রাজ্যে করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ১ হাজার ২৩৪ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link