Kumari Puja at Kankalitala: কন্যারূপা! ৪৯ বছর ধরে ৫১ কুমারীর পুজো হয়ে আসছে শক্তিপীঠ কঙ্কালীতলায়...
এদিন এখানে ৫১ জন কুমারীর পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো কঙ্কালীতলার বিশেষত্ব হিসেবে খ্যাত।
এটি ৪৯ বছর ধরে চলে আসছে। ৪৯ বছর আগে, কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের বুদ্ধদেব চট্টোপাধ্যায় এ সংক্রান্ত একটি স্বপ্নাদেশ পান।
সেই স্বপ্নাদেশ মোতাবেক এবং পঞ্চবটী গাছের নীচে ৫১ জন কুমারীকে পূজা করার সিদ্ধান্ত নেন।
পুজোর মূল ভাবনা হল-- সতীর দেহের ৫১টি খণ্ডকে সংকল্প করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। এই পূজো ঘিরে অনেক ভক্ত এবং পর্যটক কঙ্কালীতলায় আসেন। এবং এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে।
প্রতি বছর আশেপাশের গ্রাম থেকে ৫ থেকে ৯ বছর বয়সী কুমারীদের নির্বাচন করা হয়। পুজোর দিন, এই কুমারীদের লালপেড়ে শাড়ি পরিয়ে সাজিয়ে, পূজার জন্য প্রস্তুত করা হয়।
এরপর পঞ্চবটী গাছের নীচে এই পুজো অনুষ্ঠিত হয়। পূজার শেষে, কুমারীদের দেওয়া ভোগ ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এ বছরও প্রায় ৫ হাজার মানুষের ভোগের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে মন্দির কমিটির তরফে।