সামনের বছরই বাজারে আসছে ফাইভ-জি, কী কী সুবিধা পাবেন জানেন?

Fri, 28 Sep 2018-7:51 pm,

টু জি, থ্রি জি, ফোর জি। এবার ফাইভ জি। নেট দুনিয়ায় যেন বিবর্তন চলছে। ফাইভ জি এলে হাজারো সুবিধা। দেখে নেওয়া যাক সেগুলো।

সম্ভাবনা যা, সামনের বছরই বাজারে চলে আসতে পারে ফাইভ জি।

ফোর জির থেকে প্রায় ১০০ গুণ বেশি স্পিড হবে ফাইভ জির। ফলে বাফারিং হওয়ার আর কোনও অবকাশ থাকবে না। নিমেশে ডাউনলোড করা যাবে বড় বড় ফাইল।

ফোর-জির তুলনায় ফাইভ-জি কম পাওয়ার কনজামশন করবে। যার ফলে ব্যাটারি ড্রেন হবে কম। ফোনের ব্যাটারি দীর্ঘজীবী হবে। 

ফাইভ-জির মাধ্যমে ড্রোন ব্যবহার আরও সহজ হবে। কোনও দূরবর্তী অঞ্চলে প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেওয়া যাবে ড্রোনের মাধ্যমে। 

দুর্গম পাহাড়ি এলাকা হোক বা মাটির নিচে কোনও জায়গা, ফাইভ-জি এলে অনায়াসে যে কোনও জায়গা থেকে যোগাযোগ রক্ষা করা সম্ভব।

রিমোটে চালিত বিভিন্ন মেশিন চালানো যাবে এই নেটওয়ার্কের মাধ্যমে। এছাড়া রিমোট চালিত গাড়িও চালানো সহজ হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link