রিয়ালে রোনাল্ডোর পরিবর্তে কে?
# ৯ বছরের সম্পর্ক শেষ। টানা তিনবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে এবার জুভেন্তাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়ালে রোনাল্ডোর পরিবর্ত কে হবেন সেই নিয়েই চলছে জল্পনা।
# কিলিয়ান এমবাপে : বিশ্বকাপের তরুণ প্রতিভাবান ফুটবলার ফ্রান্সের কিলিয়ান এমবাপে যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে। রোনাল্ডোর পরিবর্তে পিএসজি-র ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে দলে নিতে পারে স্প্যানিশ জায়ান্ট।
# হ্যারি কেন : রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকেও কিনতে পারে রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোর বদলে টটেনহ্যাম হটস্পারের এই তারকা স্ট্রাইকারকে দলে নিতে পারে রিয়াল মাদ্রিদ। গত মরসুমে ৩৯ গোল করেছেন এই ব্রিটিশ স্ট্রাইকারটি।
# মউরা ইকার্দি : সিরি-আ তে নজরকাড়া পারফরম্যান্স ইন্টার মিলানের এই তরুণ স্ট্রাইকারের। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন প্রতিভাকে রোনাল্ডোর পরিবর্তে দলে নিতে পারে রিয়াল মাদ্রিদ।
# রবার্ট লেওয়ানডস্কি : গত মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে ২৯ গোল করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। রোনাল্ডোর পরিবর্ত হিসেবে মাদ্রিদে দেখা যেতে পারেই ২৯ বছর বয়সী পোল্যান্ডের এই ফুটবলারটিকে।
# এডেন হ্যাজার্ড : প্লে-মেকার কাম গোল-স্কোরার চেলসির এই মিডফিল্ডার রোনাল্ডোর আদর্শ পরিবর্ত হতে পারেন রিয়াল মাদ্রিদে। বিশ্বকাপেও দুরন্ত ফর্মে খেলেছেন বেলজিয়ান উইঙ্গার। শোনা যাচ্ছে চেলসি থেকে হ্যাজার্ডকে নিতে ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও নাকি রাজি রিয়াল।
# পাওলো দিবালা : জুভেন্তাস থেকে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে কিনে নিতে পারে রিয়াল মাদ্রিদ। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা কিন্তু অনেকদিন ধরেই রিয়ালের র্যাডারে রয়েছেন।