আফগানিস্তানের প্রকৃত ছবি উঠে এসেছে যে ৭ সিনেমায়...

Tue, 17 Aug 2021-10:01 pm,

২০১৮-তে পরিচালক নিকোলাই ফুগলসিগ-এর 'টুয়েলভ স্ট্রং' ছবিটি ২০০১ সালে ৯ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই তৈরি করা হয়েছিল। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। 

২০১৩ সালে মুক্তি পাওয় পিটার বার্গের ছবি লোন সারভাইভার-এ উঠে এসেছিল আফগানিস্তানের ছবি। ছবিটি যদিও নিউ মেক্সিকোতে শ্যুটিং হয়েছিল। ছবিতে ক্যামেরার কাজ এবং চিত্রনাট্য গভীরতা তৈরি করে। 

 পরিচালক গিরীশ মালিকের ছবি 'তোরবাজ', যেটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। সেখানে উঠে এসেছিল সেই সমস্ত আফগান ছোট ছোট শিশুর কথা, যাঁরা আত্মঘাতী বোমারু হয়ে উঠছিল।

২০২০ তে মুক্তি পাওয়া মার্কিন পরিচালক রড লুরি-র দ্যা আউটপোস্ট ছবিতে দেখানো হয়েছিল কীভাবে আফগানিস্তান বিদেশী সৈন্যদের জন্য মৃত্যুর ফাঁদ হয়ে উঠতে পারে।

১৯৯২ সালে দুই সুপারস্টার অমিতাভ বচ্চন, শ্রীদেবীকে নিয়ে 'খুদা গাওয়া' ছবিটি বানিয়েছিলেন মুকুল এস আনন্দ। আফগানিস্তানের পটভূমির উপর তৈরি ছবিটি জনপ্রিয়তা পেয়েছিল। 

১৯৫৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' ছোটগল্প অবলম্বনে জনপ্রিয় ছবি 'কাবুলিওয়ালা' বানিয়েছিলেন পরিচালক তপন সিংহ। যেখানে উঠে এসেছিল পিতৃস্নেহে ভরপুর কাবুলের বাসিন্দা রহমত-এর গল্প। ১৯৬১ সালে ফের একই গল্প নিয়ে হিন্দিতে  'কাবুলিওয়ালা' ছবিটি বানান হেমেন গুপ্তা।

অন্য কোনও পরিচালকরা যা করতে পারেননি তা করার সাহস দেখিয়েছিলেন কবির খান। 'কাবুল এক্সপ্রেস' ছবিটি মজার হলেও সেই ছবিতে আফগানিস্তানের বিভিন্ন প্রত্যন্ত এলাকা তুলে ধরেছিলেন পরিচালক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link