মহাত্মা গান্ধীর জীবনের ৭টি অজানা ঘটনা জেনে নিন
আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছে গোটা বিশ্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন 'জাতির জনক'। আপনাদের জন্য রইল তাঁর জীবনের সাতটি অজানা ঘটনা-
চারটি মহাদেশের ১৩টি দেশে নাগরিক অধিকার আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন মোহনদাস কর্মচন্দ গান্ধী।
নোবেল পুরস্কারের জন্য ৫ বার মনোনীত হয়েছিলেন। তবে একবারও পাননি।
মহাত্মা গান্ধীর মৃত্যুর ২১ বছর তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করে ব্রিটেন। উল্লেখ্য, ব্রিটিশদের বিরুদ্ধেই লড়াই করেছিলেন গান্ধী।
গান্ধীর শেষকৃত্যে ৮ কিলোমিটার রাস্তায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ।
টলস্টয়, আইনস্টাইন, হিটলার ও চার্লি চ্যাপলিনের মতো ব্যক্তিত্বদের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন মহাত্মা গান্ধী।
দেশের ৫৩টি সড়ক ও বিদেশে ৪৮টি সড়কের নামকরণ গান্ধীর নামে করা হয়েছে।
আইফোনের জন্মদাতা স্টিভ জোবস ছিলেন গান্ধীভক্ত। গান্ধীর মতো চশমা ব্যবহার করতেন জোবস।