হজমের সমস্যা থেকে কোলন ক্যান্সার ঠেকাতে পারে মৌরি!
কৃমির সমস্যা থেকে রেহাই পেতে মৌরির রস অত্যন্ত কার্যকরী!
মৌরি হজমের নানা সমস্যা, পেটের গোলমাল দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এক গ্লাস জলে ২ চামচ মৌরি সারা রাত ভিজিয়ে ওই জল খেতে পারলে পেটের সমস্যা থেকে সহজেই রেহাই মেলে।
কোষ্ঠকাঠিন্য বা কোলন ক্যান্সারের মতো সমস্যা দূরে সরিয়ে রাখতে মৌরির রস অত্যন্ত কার্যকরী!
মৌরি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
মৌরির রস প্রসূতি মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে।
গরম জলে মৌরি ফুটিয়ে তার ভেপার (ভাপ) নিতে পারলে হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় দ্রুত উপকার পাওয়া যায়।
মৌরির রস পিত্ত রসের ক্ষরণ নিয়ন্ত্রণে রেখে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।