Top Hindi Song Composed By Zakir Hussain: মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, অবিস্মরণীয় সুর দিয়েছেন হিন্দি ছবিতে! এই জাকিরকে চেনেন?

Soumitra Sen Fri, 20 Dec 2024-4:27 pm,

১৯৯৭ সালে মুক্তি পাওয়া সাজ (Saaz) ছবির গান এটি। গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। জাভেদ আখতার এর রচয়িতা। 

এটিও সাজের আর একটি অনবদ্য সৃষ্টি। গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তিই (Kavita Krishnamurthy)। 

আর একটি সুদিং মেলডির স্ট্রষ্টা জাকিরজি, তাঁর সঙ্গে ছিলেন আর এক কিংবদন্তি-- উস্তাদ সুলতান খান (Sultan Khan)। এই গানটিও গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। 

আজ ইক হর্ফ হো। 'মুহাজিফ' (Muhafiz) ছবির গান এটি। প্রকরণের দিক থেকে এটি গজল। এর সুর একযোগে তৈরি করেছেন জাকির হুসেন ও সুলতান খাঁ।  

আর একটি অবিস্মরণীয় গজল-- 'আজ বাজার মেঁ'। 'মুহাজিফ' ছবিরই গান এটি। এটি গেয়েছেন হরিহরণ (Hariharan)। এটিও তবলা কিংবদন্তির অবিস্মরণীয় সৃষ্টি। 

এটি গেয়েছেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)। সারেঙ্গী-কিংবদন্তি সুলতান খানের সঙ্গেই জুটি বেঁধে নসিব আজমানে কে দিন আ রহে হ্যাঁয়-এর সুর করেছেন তবলা কিংবদন্তি (Zakir Hussain)।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link