টিকিরিকে মনে আছে তো? ৭০ বছর পর `দাসত্ব` থেকে মুক্তি পেল শীর্ণকায় সেই হাতি
৭০ বছর ধরে দাসত্বের শৃঙ্খলে আটক ছিল সে। অবশেষে মুক্তি পেল টিকিরি। দীর্ঘ ৭০ বছর পর দাসত্ব থেকে তার মুক্তি হল।
শ্রীলঙ্কায় অনেক ধনী ব্যক্তি বাড়িতে হাতি পোষেন। কিন্তু বেশিরভাগ হাতির সঙ্গে সেইসব তথাকথিত বড়লোকরা খারাপ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। পোষা হাতিদের ভালমতো খেতেও দেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে বারবার।
কিছুদিন আগে শ্রীলঙ্কায় বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সুসজ্জিত অবস্থায় দেখা যায় টিকিরিকে। ৭০ বছর বয়সী টিকিরির শীর্ণকায় চেহারা। দেখেই বোঝা যাচ্ছিল, বহুদিন ধরে অযত্নে রয়েছে সে। ভাল মতো খেতে দেওয়া হয়নি। সেই টিকিরিকে জরির পোশাকে সাজিয়ে প্যারেডে আনা হয়েছিল।
শীর্ণকায় টিকিরিকে সুসজ্জিত অবস্থায় প্যারেডে দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেকে। রুগ্ন, দুর্বল, বৃদ্ধ হাতিকে কেন েমন ধর্মীয় অনুষ্ঠানে আনা হল! প্রশ্ন উঠেছিল।
সেই টিকিরির মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৮০ কিলোমিটার পূর্বে কেগাল্লেতে টিকিরি মারা গিয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার বন দফতর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৌদ্ধদের সেই ধর্মীয় অনুষ্ঠানে টিকিরিকে নামানোর পর তদন্তের নির্দেশ দিয়েছিলেন শ্রীলঙ্কার বন্যপ্রাণ দফতরের মন্ত্রী জন অমরাতুঙ্গা।