Durga Puja 2024: খুঁটিতে চমক! সাত সারমেয়ের অংশগ্রহণে শুভারম্ভ ৭১-এর মা দুর্গার মণ্ডপ...
অয়ন ঘোষাল: সবাই মায়ের সন্তান। মাকে ভালবাসার এবং মায়ের পুজোয় অংশ নেওয়ার অধিকার সবার। পোষ্য সারমেয় আপনার আমার বাড়ির সন্তানের মতো।
মায়েরও সন্তান তারা। এবার শহর কলকাতার বুকে প্রথমবার মায়ের পুজোর প্রাথমিক সূচনা হল পোষ্য সারমেয়দের মাধ্যমে।
৭১ পল্লি বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিগত ৫৭ বছর ধরে সাবেকিয়ানা এবং আধুনিকতার মিশিয়ে দুর্গাপুজো করে আসছে।
এইবার ৫৮ তম বর্ষে আজ রবিবার ১৬ জুন তারা ৭ জন সারমেয় দ্বারা গাছ পুজোর মাধ্যমে মায়ের পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু করল।
সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজোর সূচনা পর্বেই রবিবার বড়সড় চমক। পুজোর অনুষঙ্গ হিসেবে উপস্থিত ছিলেন বাংলার সাবেকি সাজে সজ্জিত পাড়ার মহিলারা।
যারা এই পুজোর প্রধান চালিকশক্তি। ঢাক বাজালেন মহিলারা। এই পুজোর থিম সংসারে মায়ের অবদান নিয়ে।