করোনায় কাবু দেশ! আক্রান্ত ৯ লক্ষের দোরগোড়ায়

Mon, 13 Jul 2020-11:01 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে ফের একদিনে ২৮ হাজারের বেশি করোনা আক্রান্ত। যার দরুন এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার। গত ২৪ ঘন্টায় দেশে নোভেল আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭০১ জন। যা এ পর্যন্ত সর্বোচ্চ।

 

দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৯। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখন মোট করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ১৭৪ জন।

এখনও দেশে করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৪ হাজার ৪২৭ জন। ঠাকরে রাজ্যে করোনায় মোট প্রাণ হারিয়েছেন  ১০ হাজার ২৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪০ হাজার ৩২৫ জন।

 

মহারাষ্ট্রের পরেই বেহাল দশা তামিলনাড়ুর। সে রাজ্যে মোট আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪৭০। নোভেলে এ পর্যন্ত সে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৯ হাজার ৫৩২ জন।

এরপরেই স্থান রাজধানীর। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১২ হাজার ৪৯৪। তবে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১৯ হাজার ১৫৫। সে রাজ্যে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৯৬৮ জন। রাজ্যভিত্তিক তথ্য মিলেছে সংবাদমাধ্যম মারফত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link