করোনায় কাবু দেশ! আক্রান্ত ৯ লক্ষের দোরগোড়ায়
নিজস্ব প্রতিবেদন: দেশে ফের একদিনে ২৮ হাজারের বেশি করোনা আক্রান্ত। যার দরুন এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার। গত ২৪ ঘন্টায় দেশে নোভেল আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭০১ জন। যা এ পর্যন্ত সর্বোচ্চ।
দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৯। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এখন মোট করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ১৭৪ জন।
এখনও দেশে করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৪ হাজার ৪২৭ জন। ঠাকরে রাজ্যে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ২৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪০ হাজার ৩২৫ জন।
মহারাষ্ট্রের পরেই বেহাল দশা তামিলনাড়ুর। সে রাজ্যে মোট আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪৭০। নোভেলে এ পর্যন্ত সে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৯ হাজার ৫৩২ জন।
এরপরেই স্থান রাজধানীর। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১২ হাজার ৪৯৪। তবে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১৯ হাজার ১৫৫। সে রাজ্যে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৯৬৮ জন। রাজ্যভিত্তিক তথ্য মিলেছে সংবাদমাধ্যম মারফত।