শিল্পীর ছোঁয়ায় ভোল বদল
আনার আগাকিশেভ একজন আজারবাইজান দেশের মেকআপ আর্টিস্ট। তাঁর হাতের জাদুতে বয়স্ক মহিলারা যৌবন ফিরে পান।
অশীতিপর মহিলাদের মেকআপ করাটা বছর বত্রিশের এই শিল্পীর নেশা।
আজারবাইজানের রাজধানী বাকুতে তাঁর একটি স্টুডিও রয়েছে।
সেখানে প্রতিদিন সব বয়সের মহিলাদের মেকআপ করে থাকেন তিনি।
কিন্তু অবসর সময়ে বয়স্ক মহিলাদের মেকআপ করেন তিনি।
আনার জানিয়েছেন, বয়স্ক মহিলাদের ভাঁজ পড়ে যাওয়া চামড়ায় এক অদ্ভূত আবেদন থাকে। আরও জীবন্ত করে তোলাই আমার নেশা।
আনার হাতের ছোঁয়ায় নিজেকে নতুন করে খুঁজে পান বয়স্ক মহিলারা। এক মহিলার কথায়, "যেন সব হারিয়ে যাওয়া যৌবন ফিরে পেলাম।"
আনার এই কাজ সে দেশে এতটাই জনপ্রিয় যে, প্রতিদিনই তাঁর স্টুডিও-তে ভিড় জমে যায় বয়স্ক মহিলার।
সোশ্যাল মিডিয়ায় আনার এই কাজ বেশ সমাদর পেয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের মহিলারও চান আনার হাতের স্পর্শে যৌবন ফিরে পেতে। আপনিও ট্রাই করে দেখতে পারেন...