Earthquake in Tibet: মৃতের পাহাড় এভারেস্টে! আহত ৭০, পর পর ভয়ংকর ভূমিকম্পে কাঁপল উপত্যকা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপাল সীমান্তের কাছে তিব্বতে মঙ্গলবার সকালে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ৭.১।এর কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজ়াং। পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে।
দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। মিনিট ৬ পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫।
চিনের ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় ৭০। তীব্র কম্পনে গুঁড়োগুঁড়ো ঘরবাড়ি-হাসপাতাল-স্কুল। মাটির নিচের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের এপিসেন্টার।
নেপাল, ভুটান ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে চিনের সামরিক সেনা।
পিপলস লিবারেশন আর্মি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য না চিনা সামরিক বাহিনী ড্রোন মোতায়েন করেছে। এভারেস্ট অঞ্চলের উত্তরভাগের গেটওয়ে বলে খ্যাত টিংরি নামে একটি গ্রামীণ তালুকে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
বিমান বাহিনী দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে। পরিবহন ও চিকিৎসার জন্য বিমান, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে। পাশাপাশি ত্রাণের কাজেও সামিল হচ্ছে তারা।
নেপাল ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয়, হিমালয় গঠন করে এবং ভূমিকম্পকে ঘন ঘন ঘটতে থাকে। ২০১৫ সালে, নেপালে ৭.৮-মাত্রার ভূমিকম্পে প্রায় ৯০০০ মানুষ মারা গিয়েছিল এবং ২২০০০ জনেরও বেশি আহত হয়েছিল, যা মিলিয়নেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।