ভোটের লড়াই মিষ্টিতে, দেখুন জিতছে কে!
শুরু হয়ে গিয়েছে ভোট যুদ্ধ। তবে বাংলায় ভোটের লড়াই থেমে নেই ব্যালট বক্সে। এবার এই যুদ্ধে সামিল মিষ্টির বাক্সেও।
রয়েছে সমস্ত দলের প্রতীক চিহ্নের তৈরি সন্দেশ। প্রতিটি আলাদা আলাদা দলের মিষ্টির পাশাপাশি একটু খুঁজলেই মিলবে জোট মিষ্টিও ।
প্রশ্ন উঠতে পারে এই মিষ্টি কি শুধুই সাজিয়ে রাখার জন্য? নাকি প্রচারেক কৌশল মাত্র? আদৌ কি বিক্রি হয়? তবে এসব প্রশ্নের উত্তরে অন্য সুর শোনা গেল মিষ্টি বিক্রেতার গলায়।
মিষ্টি বিক্রেতা কেষ্ট হালদারের কথায়- কোন দলের পাল্লা কত বেশি ভারি তা কিন্তু বেশ স্পষ্ট হয়ে যায় এই মিষ্টি বিক্রি দেখেই। তাঁর দাবি, যেই দলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টি বিক্রি বেশি, ধরে নেওয়া হবে সেই দলের পাল্লাই ভারি।
বলার অপেক্ষা রাখে না, ভোটের মরসুমে ব্যবসার পাশাপাশি খাদ্য রসিকদের মন জয় করার এ যেন এক অভিনব কাদয়া।