আশ্চর্য, এখনও মানুষের পা পড়েনি পৃথিবীর এই সব জায়গায়! কোন দুর্গম-রহস্য লুকিয়ে?

Soumitra Sen Thu, 24 Aug 2023-6:17 pm,

ভুটানের উচ্চতম পর্বত। এখনও পর্যন্ত অজেয়। ২৪, ৮৩৬ ফুট উচ্চতা। এত দুর্গম অঞ্চলে চলে যাচ্ছে মানুষ, কিন্তু একটা পর্বতশৃঙ্গ কেন জয় করতে পারেনি? 

আন্দামান নিকোবরের নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বঙ্গোপসাগরের তীরে আন্দামানের এই এলাকা আদিম অধিবাসীদের একেবারে নিজস্ব জায়গা। এখানে যেতে পারে না আধুনিক মানুষ। 

ইন্দোনেশিয়ার স্টার মাউন্টেন। পাপুয়া নিউ গিনির এই অঞ্চলের বহু অংশে মানুষ পৌঁছয়নি।

দীর্ঘ পরিত্যক্ত মরু। নির্মম নির্জন নিষ্করুণ। জনশূন্য এই এলাকা মানুষের বসবাসের অযোগ্য। আজও এর বহু অংশে মানুষের পায়ের ছাপ পড়েনি। 

প্রশান্ত মহাসাগরের মেরিয়ানা ট্রেঞ্চ! কে যাবে এই জলের নীচে অতল দুর্গমে? 

রাশিয়ার কামচাটকা আজও অগম্য বিশ্বের কাছে। অন্যতম দুর্গম স্থান। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link