Gun Violence: টাকার বিনিময়ে বন্দুকের নলে ঠুলি? নিরাপত্তা কিনতে হচ্ছে ডলার খরচ করে!

Soumitra Sen Thu, 02 Sep 2021-10:36 pm,

কিছু টাকা দিচ্ছি, প্লিজ ট্রিগার থেকে আঙুলটা সরিয়ে নিন! প্রায় এই রকমই অবস্থা চলছে কোথাও কোথাও। 

 

যেমন San Francisco-তে। তারা মনে করছে, তাদের শহরে যে ভাবে দিন দিন বন্দুকবাজি বাড়ছে তা বন্ধ করার একটিই উপায়। লোকজনের হাতে টাকা গুঁজে দাও। যাতে তারা বন্দুকের ট্রিগার অন্তত না চাপে! 

কে নেবে রোজ রোজ বিপদের ঝক্কি! তার চেয়ে এই ভাল। কিছু টাকার বিনিময়ে যদি কেনা যায় জরুরি নিরাপত্তাটুকু। মন্দ কী?  

এটা অবশ্য পরীক্ষিত। ক্যালিফোর্নিয়ায় যেমন এই পন্থায় চলে লাভবান হয়েছে শহর। সেখানে কমেছে এই গান-ভায়োলেন্স। সেখানে এখন ক্রাইমের সংখ্যাও কমছে। 

এটাকে একটা প্রোগ্রাম হিসেবে ধরা হয়েছে। আর মজা করে প্রোগ্রামটির নাম রাখা হয়েছে-- Cash for Criminals! এতে জীবনও বাঁচল, আর অপরাধীকেও সম্ভাব্য অপরাধে জড়িয়ে পড়ে জেলের ঘানি টানতে হল না!

মোটামুটি কেমন খরচা, তার একটা হিসাবও পাওয়া গিয়েছে। মাসে ৩০০ ডলার! কোথাও তা বেড়ে মাসে ৫০০ ডলারও! শোনা যাচ্ছে, স্থানীয় মানবাধিকার কমিশনের এক আধিকারিক এ বিষয়টি নিয়ো হালকা চালে বলেছেন, সান ফ্রান্সিসকোয় ৫০০ ডলার  তেমন বড় কিছু নয়, কিন্তু তাতে যদি জীবন বাঁচে  তাহলে তার চেয়ে বড় কিছু হয় না!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link