ঝোলায়-গলায়-হাতে সাপ, স্কুটি চেপে বনগাঁতে লুঠ চালাচ্ছে সাপুড়ে
ঝোলায় ভর্তি সাপ। স্কুটি চেপে আসেন। আর যখন-তখন সেই সাপ বের করে ভয় দেখিয়ে লুঠপাটের চেষ্টা করেন সাপুড়ে!
এমনই এক সাপুড়ের বুজরুকি ঘিরে চাঞ্চল্য বনগাঁর গান্ধীপল্লিতে।
বেশ কিছুদিন ধরেই এই ‘বাবুরাম সাপুড়ে’ কথা চাউর হয়েছিল বনগাঁতে। অনেকে তার শিকারও হয়েছেন। এলাকায় তৈরি হয়েছিল বেশ একটা আতঙ্কের পরিবেশ।
প্রতারক এই যুবককে রবিবার হাতেনাতে ধরে ফেলেন গান্ধীপল্লির বাসিন্দারা। চলে বেদম গণপিটুনি।
তার মধ্যেও ঝুলি থেকে সাপ বের করে উত্তেজিত জনতাকে ভয় দেখানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক।
গলায় সাপ জড়িয়ে নিজেকে নির্দোষ বলে চিত্কার করতে থাকেন।
হুঁশিয়ারি দেন, কেউ সামনে গেলেই ছোবল মারবে বিষধর সাপ। এই কাণ্ড দেখে খবর দেওয়া হয় পুলিসে।
বনগাঁ থানার পুলিস সাপুড়েকে গ্রেফতার করে। ওই ব্যক্তিকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়।
সাপগুলিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেবার চেষ্টা করছে পুলিস।