Terrific Wildfire: ভয়ংকর দাবানল! হাহাকার চারদিকে! প্রাণ বাঁচাতে ছুটছেন হাজার হাজার মানুষ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়ংকর বিধ্বংসী আগুন। ভয়াবহ দাবানলের কারণে ত্রিশ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
জানা গিয়েছে, প্যাসিফিক প্যালিসেডস এলাকার অসংখ্য বাড়িঘর কয়েক মিনিটের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং শত শত যানবাহন পুড়ে যায়।
দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় শহর জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে ট্রাফিক জ্যাম এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এহেন পরিস্থিতি বিবেচনায় লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছে।
দাবানল লাগার কয়েক ঘণ্টার মধ্যে ১০ একর থেকে ২৯০০ একরের বেশি এলাকা পুড়ে গিয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
দাবানলের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুন থেকে বাঁচতে হাজার হাজার নিজের বাড়ি-ঘর থেকে পালাচ্ছেন।