ISRO: ইসরোর মুকুটে নয়া পালক! মহাকাশে শস্য ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা...
একের পর এক মাইলস্টোন হিট করছে ভারতীয় গবেষণা সংস্থা ISRO।
কিন্তু এবার মুকুটে আরও একটি পালক জুড়ল। মাত্র চারদিনের মধ্যেই মহাকাশে শস্য ফলিয়ে তাক লাগিয়ে দিল বাকি সমস্ত দেশগুলিকে।
শীঘ্রই গাছে এবার পাতা ধরবে বলে জানিয়েছে ISRO।
PSLV -C60 POEM-4 অভিযানে সম্প্রতি মহাকাশে ২৪টি পেলোড মহাকাশে পাঠায় ISRO। আর এই অভিযানেই শস্য ফলানোর লক্ষ্য নেওয়া হয়।
Compact Research Module for Orbital Plant Studies (CROPS) পেলোডটিতে ফসল ফলানোর উদ্যোগ শুরু হয়। CROPS পেলোডটিতৈরি করেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)।
বর্তমানে যেভাবে সাড়া দিচ্ছে এই শস্যগুলি তাতে আশাবাদি সকল বিজ্ঞানীরা।