Tax on Mobile Recharge: আসছে নতুন নিয়ম! ১০০ টাকার মোবাইল রিচার্জে কর দিতে হবে...

Wed, 08 Jan 2025-6:21 pm,

বাংলাদেশের গ্রাকদের দীর্ঘদিনের দাবি ছিল, মোবাইল কলরেট আর ইন্টারনেট পরিষেবার যে খরচা তার দাম কমানোর। তবে বাংলাদেশ সরকার মোবাইল গ্রাহকদের সেবার ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে। 

শিগগিরই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন। এনবিআর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ২০ শতাংশ।

সেটি বাড়িয়ে ২৩ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল।

সে অনুযায়ী, বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১০ পয়সা।

মহিউদ্দিন আহমেদ বলেন, পরিষেবায় তলানিতে থাকলেও ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের ৪৮ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চহারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে; নতুন করে বৈষম্য সৃষ্টি করবে।

বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১০ পয়সা। যেখানে দেশের ৪৮ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চহারে করারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে; নতুন করে বৈষম্য সৃষ্টি করবে। মনে করছেন অনেকেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link