উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এবার প্রোমোটারির অনুমোদন দিল রাজ্য সরকার
সুতপা সেন: উত্তরবঙ্গের চা বাগানগুলিতে কার্যত প্রোমোটারির ছাড়পত্র দিল রাজ্য সরকার। চাবাগান মালিকরা ১৫ শতাংশ জমির ৪০ শতাংশ ব্যবহার করবেন নির্মাণকাজে।
উত্তরবঙ্গে রুগ্ন চাবাগানগুলির স্বাস্থ্যোদ্ধারে নির্মাণকাজের অনুমতি দিল রাজ্য সরকার। নবান্ন থেকে ঘোষণা করা হল, কর্মসংস্থান এবং চা উৎপাদনকে বজায় রেখে কর্মী ছাঁটাই না করে, জমি বাণিজ্যিককাজে ব্যবহার করতে পারবেন মালিকরা।
মালিকরা চা বাগানের ১৫ শতাংশ জমির ৪০% নির্মাণের জন্য ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ পরিমাণ ১৫০ একর। 'টি ট্যুরিজম' প্রচারের লক্ষ্যে এই সিদ্ধান্ত।
চা বাগানের সংস্কৃতি ও সম্প্রতি, পরিবেশ বজায় রেখে কাজ করতে হবে বাগান মালিকদের। এজন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটির অনুমোদন পেলে এই ধরনের নির্মাণ কাজ করা যাবে।
সরকারের আশা, এর মাধ্যমে পর্যটনক্ষেত্রে উন্নতি হবে। যেমন বাগানগুলিকে বাঁচানো যাবে তেমন শ্রমিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। খালি জমিকে কীভাবে ব্যবহার করা যাবে সেই ভাবনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।