Durga Puja 2023: বুড়ো বটের কোটর দিয়ে বনদেবীর পথ, চত্বর জুড়ে তাল গাছ আর বাবুইয়ের বাসা...
কী করেছে ঝাড়গ্রামের অরণ্য সংঘ? অরণ্য সংঘের বার্তা, সব অর্থেই হাইটেক এই যুগে প্রকৃতিকে ভুললে তার ফল হবে খারাপ। তার রূপ হবে ভয়ংকর। তাই আগে প্রকৃতি রক্ষা পাক।
কীভাবে? ফিরে আসুক বাবুই পাখি, গাছে গাছে ঝুলুক বাবুই পাখির বাসা। যত্রতত্র আবার গড়ে উঠুক উইঢিপি।
নতুন প্রজন্ম চিনুক কুলো, ঝাঁটার মতো আগেকার দিনের নিত্য প্রয়োজনীয় ঘরগেরস্থালির জিনসপত্র। এসব তাদের কাছে অনেকটাই অজানা।
ইদানীং প্লাস্টিকের আধিক্যে বাঁশের শিল্প প্রায় হারিয়েই গিয়েছে। সেই শিল্পকে মানুষের কাছে তুলে ধরার একটা প্রয়োজনও অনুভব করেছে অরণ্য সংঘ।
মণ্ডপসজ্জা কেমন করেছে তারা? বুড়োবটের কোটর দিয়ে ঢুকতে হবে মণ্ডপ-চত্বরে। পুরো জায়গাটি তাল গাছ আর বাবুইয়ের বাসায় ভর্তি। একটি বড় বাবুইয়ের বাসাতেই দেবী দুর্গার অধিষ্ঠান।
রয়েছে চোখজুড়োনো ধান ক্ষেতে বকের খাবার খুঁটে খাওয়ার দৃশ্যও।
এক কথায় নির্মল প্রকৃতির মধ্যে বুক ভরে তাজা অক্সিজেন নেওয়ার একটা পরিবেশ কৃত্রিম ভাবে গড়ে তুলেছে 'অরণ্য সংঘ'।