মুরগির তাড়া খেয়ে `প্রাণভয়ে` পালাচ্ছিল বিলুপ্তপ্রায় সরীসৃপটি! উদ্ধার করল গ্রামবাসী
নিজস্ব প্রতিবেদন : ঝাড়গ্রামের চিল্কিগড়ের জঙ্গল লাগোয়া গ্রাম টুলিবর। সেখানেই উদ্ধার হল বিলুপ্তপ্রায় এক সরীসৃপ প্রাণী। করোনার জেরে দীর্ঘ লকডাউনে জঙ্গল ও পশুপাখি উভয়ই কিছুটা বেড়ে গিয়েছে।
আর সে কারণেই নানান ধরনের জীবজন্তু চোখে পড়ছে। এরকমই আজ জঙ্গল লাগোয়া গ্রাম থেকে একটি বহুরূপী সরীসৃপ উদ্ধার করল গ্রামের যুবকরা।
বিলুপ্তপ্রায় সরীসৃপ প্রাণীটিকে একটি মুরগি তাড়া করে বেড়াচ্ছিল। তা দেখেই সাথে সাথে সেটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
প্রথমে নিজেদের কাছেই রেখেছিল ক্যামেলিয়ন প্রজাতির ওই প্রাণীটিকে। পরে সেটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।