নারীর সম্মান, ধর্ষণের অভিযোগ, হাসিনার সাহায্যপ্রার্থী - পরীমণিকে ঘিরে কৌতূহল

Tue, 15 Jun 2021-9:15 pm,

নিজস্ব প্রতিবেদন- বাংলাদেশে পরীমণি এখন বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি, ঢাকা ক্লাবে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নায়িকা। দেশের সীমানা পার করে আন্তর্জাতিক তারকাদেরও পাশে পেয়েছেন অভিনেতা। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। আর পরীমণিকে নিয়ে আগ্রহ বাড়তেই থাকে। 

আসল নাম শামসুন নাহার স্মৃতি। বাংলাদেশের নারিয়ালে জন্ম। খুব ছোটবেলাতেই হারিয়েছেন বাবা-মাকে। তারপর দাদু-দিদার কাছেই পিরোজপুরে বেড়ে ওঠা। সেখানের স্কুলেই দশম ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা। ২০১১য় প্রথম ছবি, নায়ক জায়েদ খান।

২০১২য় মডেলিংয়ের কেরিয়ার শুরু। দেশের একাধিক বড় ব্র্যান্ডের মুখ তিনি। শুরুটা হয়েছিল অবশ্য আরিফিন শুভ-র সঙ্গে। তারপর কেবলই চরৈবেতি।

প্রায় একই সময়ে ২০১২ সালে পরীমণির বিয়ে হয়। পাত্র সৌরভ কবীর। পরীমণি তখন সদ্য ১৮। মাত্র  ৩ বছরের মধ্যেই ডিভোর্স।  

এদিকে কেরিয়ার চলেছে তরতরিয়ে। 'ভালোবাসা সীমাহীন' প্রথম রিলিজড ছবি। শাকিব খানের সঙ্গে 'আরও ভালোবাসব তোমায়' আর 'ধূমকেতু' সুপারহিট।

প্রথম বিয়ে স্থায়ী হয় নি, দ্বিতীয়বার রেডিও জকি তামিম হাসিনের সঙ্গে বাগদান হয় পরীমণির। ২০১৯ সালে বিশাল বড় এনগেজমেন্ট পার্টি হয়। কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেঁকেনি। এনগেজমেন্টের মাস দেড়েক পরেই দুজনেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। 

অভিনয় জগতে ১০ বছরও পার করেন নি, কিন্তু তাঁর ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, সামাজিক কাজ তাঁকে বরাবরই প্রচারের আলোকবৃত্তে রেখে এসেছে।

ফোর্বস পত্রিকার সেরা ১০০ ডিজিটাল স্টারের তালিকায় ২০২০ তে ছিলেন বাংলাদেশের পরীমণি।

পরীমণির দ্বিতীয়  বিয়ে বাংলাদেশের থিয়েটার পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে। তাঁর পরিচালনায় একটি ছবিতেও কাজ করেছেন তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link