অবিশ্বাস্য! হাতে আঁকা ছবিতে বলি নায়িকাদের বিয়ের ছবি
২০১৮ সালটা সেলেবদের বিয়ের বছর বলাই যায়। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুর- বলিউডের তিন কন্যাই বাঁধা পড়েছেন সাত পাকে। অভিনেত্রীদের বিয়ের ছবি নিয়ে নেটদুনিয়ায় সাড়াও পড়েছে ব্যাপক। এবার সেলবদের বিবাহ ডায়েরি নিয়ে ছবি আঁকলেন সুখম সিং ও সুপস আর্টজোন। এই ছবিগুলি দেখলে চোখ আটকে যাবেই।
৮ মে শিখ ধর্মমতে বন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর ও আনন্দ আহুজা।
তাঁদের রিসেপশনে হাজির হয়েছিলেন বলি সেলেবরা।
১৯ মে গির্জায় বিয়ে সারেন মেঘান মর্কেল ও যুবরাজ হ্যারি।
১৪ নভেম্বর ইতালিতে ছাদনতলায় রণবীর-দীপিকার চার হাত এক হয়।
রিসেপশনে লাল গাউনে দীপিকা ও টাক্সিডোতে নজর কেড়েছিলেন দীপিকা-রণবীর।
১০ মে গোপনেই বিয়ে সেরে নেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী।
যোধপুরের উমেদ ভবনে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দেশি গার্ল।