করোনা মোকাবিলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, বাসচালকদের জন্য বিশেষ পোশাক
রাজ্যে লকডাউন। তবে,বিশেষ পরিস্থিতির দিকে নজর রেখে প্রতিটি সরকারি বাস ডিপোয় দুটি করে বাস থাকছে। যাতে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়।
আর সেই বাস চালকদের সুরক্ষার জন্য দেওয়া হচ্ছে বিশেষ পোশাক। চালকরা যাতে কোনওভাবেই আতঙ্কিত না হন, সেদিকে নজর রেখেই বিশেষ এই বন্দোবস্ত। রাজ্যের প্রতি ডিপোয় দেওয়া হচ্ছে বিশেষ এই পোশাক। শুধু পোশাক নয়, থাকছে স্যানিটাইজারও।
ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। ২১ তারিখ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কোনও যাত্রীবাহী বাস আসবে না এবং যাবে না। পরিবহন দফতরের এই নির্দেশ প্রতিটি জেলার জেলাশাসক, পুলিস সুপার, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারদের পাঠিয়ে দেওয়া হয়েছে।
পরিবহণ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, রাজ্যে নভেল ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ২১ মার্চ (শনিবার) মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ভিন রাজ্যে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল।
একইভাবে ভিন রাজ্যের বাসগুলিকে ঢুকতে দেওয়া হবে না রাজ্যে। সংশ্লিষ্ট সবপক্ষকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে অনুরোধ করা হচ্ছে।''